ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শোক দিবসকে ‘লোক দিবস’ লিখলেন অধ্যক্ষ!

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ২০:৩৪

শোক দিবসকে ‘লোক দিবস’ লিখলেন অধ্যক্ষ!

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি কলেজের জাতীয় শোক দিবসের বিজ্ঞপ্তিতে বানান ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। ছয় লাইনের বিজ্ঞপ্তিতে তিনটি বানান ভুল হয়েছে।

জাতীয় শোক দিবসে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে দেয়া অধ্যক্ষ স্বাক্ষরতি ওই বিজ্ঞপ্তিতে তিনটি বানান ভুল। বিজ্ঞপ্তির দ্বিতীয় লাইনে শোকের জায়গায় ‘লোক’, চতুর্থ লাইনে মর্যাদার জায়গায় ‘মার্যাদায়’ ও র‌্যালির জায়গায় ‘ব্যালী’ লেখা হয়েছে।

বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকে অধ্যক্ষের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ছাত্রলীগের বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক পার্থ সরকার তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরও লিখেছেন, ‘...কলেজ সরকারিকরণ, অনার্সে উত্তীর্ণ (মূলত হবে- অনার্স কোর্স চালু) হয়েছে এবং যত উন্নয়ন হয়েছে তা এই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আর আওয়ামী লীগের উদারতার কারণেই উনি অধ্যক্ষ হয়েছেন এবং ওই চেয়ারটাতে এখনও বসে আছেন।...বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় এনে ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

পৌর ছাত্রলীগের আহ্বায়ক তার ফেসবুকে লিখেছেন, ‘সেতাবগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেতাবগঞ্জ সরকারি কলেজ তাও আবার সরকারি প্রতিষ্ঠান! তিন তিনটি ভুল তাও আবার জাতীয় দিবসে জনসম্মুখে নোটিশ বোর্ডে! কিছুদিন আগে নানা দুর্নীতি আর অতিরিক্ত ফি আদায়ের কারণে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত দেয়া হয়। তখন যারা আন্দোলন করেছিলেন সেসকল ছাত্র আর ছাত্রলীগকে নিয়ে এবং আমাকে নিয়েও অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন? সেসব ব্যক্তিরা এখন কি চোখে মলম লাগায় বসে আছেন!’

সেতাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল ইসলাম ইশান তার ফেসবুকে লিখেছেন, ‘বোচাগঞ্জ উপজেলার সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারি কলেজ এর নোটিস বোর্ডে জাতীয় শোক দিবসের নোটিসে এরকম ভুল থাকা সত্ত্বেও অধ্যক্ষ কীভাবে স্বাক্ষর করেন?’

এ ব্যাপরে জানতে চাইলে বানান ভুলের বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ মনজুর আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জেনেছি এবং সংশোধন করে দিয়েছি। এটা প্রিন্টিং মিসটেক, এই ভুলের জন্য আমি দুঃখিত।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত