ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ভুলে ভরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২

ভুলে ভরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি

২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ভুলে ভরা সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার এই সূচি প্রকাশ করা হয়। সূচিতে পরীক্ষার দিনের ইংরেজি ভুল বানানে লেখা হয়েছে। এছাড়া একটি পরীক্ষার তারিখে ভুল মাস উল্লেখ রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এই সময়ে মোট ৫০ দিনে প্রতি সপ্তাহে মোট ৮টি বিষয়ের পরীক্ষা নেয়া হবে। আর প্রতিটি পরীক্ষা হবে সপ্তাহের প্রথম দিন শনিবার। কিন্তু প্রতিটি শনিবার ইংরেজিতে লিখতে লেখা হয়েছে ‘Saterday’। এছাড়া ‘ল্যান্ড ল’বিষয়ের সপ্তম পরীক্ষার তারিখ হিসেবে লেখা হয়েছে ‘23/08/2019’। অথচ এর আগের ও পরের পরীক্ষার তারিখ নভেম্বর মাসের যথাক্রমে ১৬ ও ৩০ উল্লেখ করা হয়েছে। যেখানে ভুল রয়েছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সূচিতে এমন ভুল থাকায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পঠিত