ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

প্রশিক্ষণবিহীন শিক্ষকদের বিএড প্রশিক্ষণ দেয়ার লক্ষে ডাটাবেস তৈরির জন্য বিএড প্রশিক্ষণবিহীণ সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসব তথ্য চাওয়া হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে।

মঙ্গলবার শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা শিক্ষা অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

বর্তমান সরকার ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে টেকসই উন্নয়ন অভিলক্ষ্য (এসডিজি) অর্জনে বদ্ধ পরিকর। এসডিজি-৪ এ সব শিক্ষককে প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই, মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিএড প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ডাটাবেজ তৈরি করছে শিক্ষা অধিদপ্তর। এ ডাটাবেস তৈরির জন্যই জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এসব তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর সূত্র।

জানা গেছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। শিক্ষা অধিদপ্তরের দেয়া এক্সেল শিটে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পূরণ করে ইমেইলে ([email protected]) শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত