ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকের ছুটি নিয়ে অধিদপ্তরের নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৬  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৯, ১৬:৪০

প্রাথমিকের ছুটি নিয়ে অধিদপ্তরের নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নন গেজেটেড কর্মচারীগণের চিকিৎসা ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের জন্য নথি ব্যবস্থাপনায় বিদ্যমান ৮ ধাপ পরিবর্তন করে ৪ ধাপে প্রসেস ম্যাপ নির্ধারণ করা হয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশটি মহাপরিচালক অনুমোদন দিয়েছেন। শিগগিরই এটি কার্যকর হবে।

নন গেজেটেড কর্মচারীগণের চিকিৎসা ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের জন্য নথি ব্যবস্থাপনায় নতুন ৪ ধাপের প্রসেস ম্যাপ হলোঃ

# মহাপরিচালক-এর দপ্তরে গৃহীত আবেদন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাধারণ প্রশাসন শাখা প্রেরণ।

# সাধারণ প্রশাসন শাখা হতে সংশ্লিষ্ট কর্মচারীর অর্জিত ছুটি প্রাপ্যতার মতামত চেয়ে অর্থ ও রাজস্ব শাখায় প্রেরণ।

# অর্থ ও রাজস্ব শাখা হতে প্রাপ্ত মতামত উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মচারীর অনুকূলে ছুটি মঞ্জুরীর জন্য নথি উপস্থাপন। উপস্থাপিত নথি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের মতামতসহ মহাপরিচালক মহোদয়ের নিকট অনুমোদনের জন্য পেশ।

# মহাপরিচালক-এর অনুমোদনের পর সাধারণ প্রশাসন শাখা হতে মঞ্জুরী আদেশজারীর ব্যবস্থা গ্রহন।

  • সর্বশেষ
  • পঠিত