ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা সচিবের নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা সচিবের নির্দেশনা

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালুর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি বায়োমেট্রিক মেশিন স্থাপনের লক্ষ্যে টেকনিক্যাল স্পেসিফিকেশন চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকে বায়োম্যাট্রিক হাজিরা মেশিন কোথা থেকে কিনতে হবে এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। তিনি লিখেছেন, বায়োম্যাট্রিক হাজিরা মেশিন কেনার জন্য কোন বিশেষ কোম্পানিকে সিলেক্ট করা হয় নি। প্রাগম শুধুমাত্র স্পেসিফিকেশন অনুমোদন করেছে। এই স্পেসিফিকেশন অনুযায়ী স্কুল কতৃপক্ষ বাজার থেকে যাচাই করে সর্বোত্তম দামে নিজেদের পছন্দ মত বায়োম্যাট্রিক হাজিরা মেশিন কিনে স্কুলে লাগাতে পারে। এটি তাদের স্বাধীনতা ।

তিনি আরো লিখেছেন, আশা করি এটা নিয়ে manipulation করার কোন সুযোগ নেই। অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজটি সকলেই সম্পাদন করবেন এটিই আমার প্রত্যাশা। স্কুল কতৃপক্ষ এই ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।

  • সর্বশেষ
  • পঠিত