ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ঢাকা বোর্ডে এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮

ঢাকা বোর্ডে এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৯৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৩৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নিয়মে বৃত্তি দিতে চলতি বছরেই অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দের এছাড়া রাজশাহী বোর্ডের ১৮০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৩২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ৬৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮০৭ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ২৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৮৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডের ৩২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৬১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৭৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৭০৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ১০৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত