ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে হচ্ছে তথ্য হালনাগাদ

শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে হচ্ছে তথ্য হালনাগাদ
ফাইল ছবি

চলতি বছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি বিতরণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএসপি প্রকল্পের এমআইএস টিম এবং এসইডিপির সমন্বিত শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন টিম শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজে সহায়তা করে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৯ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির উপবৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএসপি প্রকল্পের এমআইএস টিম এবং এসইডিপির সমন্বিত শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন টিম এই তথ্য হালনাগাদের কাজ যৌথভাবে সম্পাদন করবেন।

এ সংক্রান্ত বিষয়ে মাঠ পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • পঠিত