ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

প্রথম শ্রেণির ভর্তিতে প্রতি আসনের বিপরীতে ১৬ আবেদন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০১

প্রথম শ্রেণির ভর্তিতে প্রতি আসনের বিপরীতে ১৬ আবেদন

সারা দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৭৪টি। এর মধ্যে ৩৫৮টি বিদ্যালয় অনলাইন ভর্তি কার্যক্রমের অধীনে এসেছে। এসব বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন নেয়া শনিবার মধ্যরাতে শেষ হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) দেয়া তথ্য অনুযায়ী, ৩৫৮টি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে শূন্য আসন রয়েছে ৩ হাজার ৫৮৮টি। আর এসব আসনের বিপরীতে আবেদন করেছে ৫৬ হাজার ৬১০ জন। এ হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬ জন শিশু।

প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারি ভিত্তিতে। এক্ষেত্রে শিক্ষার্থীর বয়স জানুয়ারিতে ছয় বছরের বেশি হতে হবে।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লটারির তারিখ মাউশি নির্ধারণ করে দিয়েছে। আর ঢাকার বাইরের লটারির তারিখ সংশ্লিষ্ট মহানগর, জেলা ও উপজেলা কমিটি নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত