ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার

  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:৪৭

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার
ফাইল ছবি।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ৪ বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপুর্তিতে মূলপদের প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এ মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত