ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘উন্নয়নের বাংলাদেশ, পেঁয়াজ কিনতে টাকা শেষ’

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

‘উন্নয়নের বাংলাদেশ, পেঁয়াজ কিনতে টাকা শেষ’

রান্নাঘরের পেঁয়াজ এখন আর রান্নাঘরে নেই। প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে পড়ার দোকানের চায়ের টঙ সর্বত্র এখন চলছে পেঁয়াজ দরবার। সর্বশেষ রাজপথের আন্দোলনে ঝাঁঝ ছড়াচ্ছে লাগামহীন পেঁয়াজ বাজার।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে পরিষদের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন, ‘উন্নয়নের বাংলাদেশ, পেঁয়াজ কিনতে টাকা শেষ’, ‘সস্তায় পেঁয়াজ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘বাণিজ্যমন্ত্রী করে কী, খায়দায় ঘুমায় নাকি’, ‘জনবিরোধী সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ‘এই মুহূর্তে দরকার, জনগণের সরকার’।

বিক্ষোভ থেকে তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- অনতিবিলম্বে দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে; অসাধু সিন্ডিকেট ভেঙে আইনের আওতায় আনতে হবে; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে; আমদানি নির্ভরশীলতা কমাতে হবে; বাণিজ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্যের জন্য তাকে পদত্যাগ করতে হবে।

বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, ‘সরকার ১০ টাকায় চাল আর পাঁচ টাকায় লবণ খাওয়াবেন বলছিল। কিন্তু আজ চাল ৫০ টাকা, পেঁয়াজ ২৮০ টাকা। এই হচ্ছে তাদের দিন বদলের সনদ। আজকে জিডিপির কথা বলেন, তখন আমরা দেখতে পাই চার কোটির বেশি বেকার আমার দেশে।’

এ সময় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা আতঙ্কে থাকে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে, জনগণ চাইলে টেনে-হিঁচড়ে নামাতে পারবে। তাদের বিরুদ্ধে সমালোচনা করলেই পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে হামলা করে।’

এ সসয় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সরকারকে দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করার আহবান জানান। যুগ্ম-আহবায়ক রাশেদ খান বলেন, ‘পদ্মাসেতুর কথা বলে বলে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষকে। কিন্তু মানুষ নিত্য প্রয়োজনে যা খায় তা নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত