ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশে এসে বিবাহবার্ষিকীর কেট কাটলেন ‘পশ্চিমবঙ্গের অভাগিনী’

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:২৭

বাংলাদেশে এসে বিবাহবার্ষিকীর কেট কাটলেন ‘পশ্চিমবঙ্গের অভাগিনী’

ভারতের পশ্চিমবঙ্গের অভাগিনী খ্যাত নায়িকা চুমকি চৌধুরী বাংলাদেশে এসে চুয়াডাঙ্গায় তার ১৩তম বিবাহবার্ষিকী পালন করেছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের ড. এর আর মালিক ইংলিশ মিডিয়াম স্কুলে শিশু বাচ্চাদের সাথে নিয়ে কেঁক কেটে বিবাহবার্ষিকী পালন করা করেন তিনি। এসময় অভিনেত্রী চুমকি চৌধুরীর স্বামী অভিনেতা সজল ভট্রচার্য্য উপস্থিত ছিলেন।

১৯৯০ সালে হিরক জয়ন্তী সিনেমার মধ্যেদিয়ে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন চুমকি চৌধুরি। তার বাবা ভারতের বিখ্যাত চলচিত্র পরিচালক অঞ্জন চৌধুরী। বড় বউ, মেজ বউ, অভাগিনী, পুজা ও লোফারসহ বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন চুমকি চৌধুরী।

অভিনেত্রী চমুকি চৌধুরী বলেন, এপার বাংলা আর ওপার বাংলা একই সূত্রে গাঁথা। বাংলাদেশে বাবা মায়ের বাড়ি হওয়ায় এ দেশের প্রতি ভালবাসা চিরদিনের। বাংলাদেশের ছোট ছোট নাটক আমার ভাল লাগে। তবে আগের দিনের সিনেমা আর এখনকার সিনেমার অবস্থা দুই বাংলাতে একই রকম।

বাংলাদেশে আসার পর অনুভূতির বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমন্ত্রণ পাওয়ার পর আমি এখানে এসে এ দেশ সম্পর্কে জানতে ও এ দেশের সংস্কৃতি দেখতে পেয়ে খুবই আনন্দিত।

ড. মালিক জানান, অভিনেত্রী চুমকি চৌধুরির প্রতি ভালবাসা শুধু পশ্চিমবঙ্গের মানুষের আছে এমনটা না। বাংলাদেশে অনেক দর্শক আছে যারা তার অভিনয় পছন্দ করে। বাংলাদেশের মানুষ ও এ দেশের সংস্কৃতিকে জানতে চুমকি চৌধুরিকে আমন্ত্রণ করা হয়। শুক্রবার জয়নগর সীমান্ত দিয়ে অভিনেত্রী চুমকি চুয়াডাঙ্গায় আসেন।

উল্লেখ্য, ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়াসহ সাধারণ মানুষের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত