ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চলচ্চিত্র নির্মাতা মতিউর রহমান পানু আর নেই

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ০০:০৮

চলচ্চিত্র নির্মাতা মতিউর রহমান পানু আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু। মঙ্গলবার রাত ১১:২০ মিনিটে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে তিনি 'হারানো মানিক' ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন, সাথী, বেদের মেয়ে জোসনা (ভারত), মনের মাঝে তুমি সিনেমা নির্মাণ করেন।

নির্মাতার বাইরে তিনি প্রযোজকও ছিলেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে নির্যাতন, বেদের মেয়ে জোসনা (বাংলাদেশ), গাড়িয়াল ভাই, রঙ্গিলা, নসিমন (বাংলাদেশ) ও বৌমার বনবাস (ভারত), মনের মাঝে তুমি (যৌথ ভাবে আব্বাস উল্লাহ সিকদার এর সাথে), মোল্লা বাড়ীর বউ, ডাক্তার বাড়ী ও ওরে সাম্পানওয়ালা ইত্যাদি।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত