ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৬

লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু
ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ছিল তার করোনা উপসর্গও। এ কারণে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে জানা যায়, তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন বলেন,‌ ‘বাবার করোনা পজিটিভ এসেছে। গেল কয়েকদিনে তার শ্বাসকষ্ট আরও বেড়েছে।’

সাদেক বাচ্চু পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার। এছাড়াও বিভিন্ন চরিত্রে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।

নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও তার জন্ম ঢাকায়।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত