এনসিবির জেরায় যা বললেন শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩
সুশান্ত ইস্যুতে মাদক যোগে আজ দুপুরে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে হাজির হন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেখানে পৌঁছালে এনসিবির ৬ সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করে।
সেসময় তাদের প্রশ্নে মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন এই অভিনেত্রী। তবে এনসিবির জেরার মুখে ২০১৯ সালে ‘ছিঁচোড়ে’ ছবি মুক্তির পরে সুশান্তর অতিথিশালায় একটি পার্টিতে থাকার কথা স্বীকার করেন শ্রদ্ধা। কিন্তু সেই পার্টিতে কোনো রকম মাদক তিনি গ্রহণ করেননি। তাকে বেশ কয়েকবার অ্যালকোহল এবং গাঁজা গ্রহণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নিতে অপারগতা জানান।
তবে শ্রদ্ধা এনসিবিকে জানান যে তিনি সুশান্ত সিং রাজপুতকে তার ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতে দেখেছিলেন।
মাদকের একই ইস্যুতে আজ শ্রদ্ধা ছাড়াও জেরার মুখোমুখি হয়েছেন দীপিকা পাডুকোন ও সারা আলি খান। তাদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ।
বাংলাদেশ জার্নাল/ আইএন