ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

প্রখ্যাত গায়ক চঞ্চল আর নেই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ২১:১০

প্রখ্যাত গায়ক চঞ্চল আর নেই

ভারতের প্রখ্যাত গায়ক নরেন্দ্র চঞ্চল (৮০) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে দিল্লি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নরেন্দ্র চঞ্চল। গত ২৭ নভেম্বর দিল্লি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন।

নরেন্দ্র চঞ্চলের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভক্তি গানের গায়ক হিসেবে নরেন্দ্র চঞ্চলের বিশেষ খ্যাতি রয়েছে। উত্তরভারতের জাগরণ অনুষ্ঠানের যে রেওয়াজ, যেখানে ঈশ্বরকে স্মরণ করে সারা রাত জেগে স্রষ্টার নামে গান করেন ভক্তরা, অনেকটা বাংলার বৈষ্ণবদের অষ্টমপ্রহর নাম সংকীর্তনের মতো, তারই সাধক ছিলেন চঞ্চল। ভজনগানে তার ভক্তিভাবের সমাদর হয়েছে বিভিন্ন মহলে।

নরেন্দ্র চঞ্চল বলিউড চলচ্চিত্রেও গান গেয়েছেন। তার গাওয়া ভক্তিগীতি ‘পেয়ারা সাজা হ্যায়’, ‘চলো বুলাওয়া আয়া হ্যায়’বেশ জনপ্রিয় হয়েছিল। গত বছর তার গাওয়া ‘কিত্থো আয়া করোনা’ গানটি অন্তর্জালে ভাইরাল হয়েছিল।

বাংলােদশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত