ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন শুরু

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০০

‘ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন শুরু
ছবি- নিজস্ব

রাজধানীর তেজগাঁওতে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এ সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘ডিরেক্টরস গিল্ড’র তৃতীয় মেয়াদের নির্বাচন, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত স্বাস্থবিধি মেনে সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।

২০২১-২২ মেয়াদের এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সালাউদ্দিন লাভলু, দীপু হাজরা ও অনন্ত হিরা। তিন সহ-সভাপতি পদে লড়ছেন প্রাণেশ চন্দ্র চৌধুরী, ফরিদুল হাসান, মাসুম আজিজ, রফিক উল্লাহ সেলিম ও শিহাব শাহীন।

সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে লড়ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং এস এম কামরুজ্জামান সাগর।

দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন চয়নিকা চৌধুরী, ফিরোজ খান, রকিবুল হাসান চৌধুরী (পিকলু চৌধুরী)। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাজ্জাদ সনি।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন তুহিন হোসেন, ফেরারী অমিত, এস এম মাসুদ করিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য লড়ছেন মনিরুজ্জামান নাহিদ এবং সহিদ উন নবী। প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক মোস্তফা মনন এবং শহিদুল ইসলাম রুনু। তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন আনিসুল হক ইমেল এবং সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণ সম্পাদক নিয়াজ মাহমুদ আক্কাস, সাঈদ রহমান।

দম্পর সম্পাদক পদে গোলাম মুক্তাদির ও মুক্তি মাহমুদ। কার্যনির্বাহী পরিষদে রয়েছেন সাতজন। যারা প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারা হলেন আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, রিপন নবী, আনিসুজ্জামান আনিস, তারিক মুহাম্মদ হাসান, মুস্তাফিজুর রহমান সুমন, হাফিজুর রহমান সুরুজ।

সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তফা কামাল রাজ বলেন, কয়েকজন গুণী মানুষের পরামর্শেই এবারের নির্বাচনে অংশ নিয়েছি। সকাল থেকেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সবাই আসছেন, ভোট দিচ্ছেন। তবে আরও অনেকেই এখনও আসেননি, চলে আসবেন সময়ের মধ্যেই।

চলতি মেয়াদের নির্বাচিতরা মিলে ২১ জনের কমিটি গঠন করবেন। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৯৭ জন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত