ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রসেনজিতের সঙ্গে রোম্যান্সের অভিজ্ঞতা কেমন ঐন্দ্রিলার?

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২

প্রসেনজিতের সঙ্গে রোম্যান্সের অভিজ্ঞতা কেমন ঐন্দ্রিলার?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। ফাইল ছবি

ভীষণ ছোট বয়সে ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা সেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে গিয়েছেন। এরপর তাকে শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় দেখা গিয়েছে। তারপর জি বাংলার একটি ধারাবাহিকের হাত ধরে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করা শুরু করেন। ইতিমধ্যেই তিনি একাধিক মেগা সিরিয়ালে কাজ করেছেন। এবার ছোটপর্দার পর তাকে দেখা যেতে চলেছে ওয়েব মাধ্যমে। আর কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে ঐন্দ্রিলার প্রথম ওয়েব সিরিজ শ্বেতকালী। এই সিরিজের হাত ধরেই তিনি ডেবিউ করতে চলেছেন ওয়েব মাধ্যমে।

প্রথম ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার আগে নিজের কেরিয়ার সম্পর্কে আনন্দবাজারকে কী বললেন অভিনেত্রী? তার কথায়, 'আমার কেরিয়ারের যাত্রা চমকপ্রদ। আমার জীবনে যা হয়েছে তার সব কৃতিত্ব আমার মা বাবার। আমায় কোনও পরিশ্রম করতে হয়নি। আমার হয়ে বেশির ভাগ স্ট্রাগল ওরাই করেছে। ঈশ্বরের আশীর্বাদে আমায় কারও দরজায় গিয়ে কাজ চাইতে হয়নি। মা বাবা ছোটবেলায় যে জার্নিটা তৈরি করে দিয়েছিল সেটাকে ধরে রাখতে চাই। এই নতুন সফর উপভোগ করতে চাই। লড়াই এখন সব শুরু হচ্ছে।'

কেরিয়ার ছাড়াও ঐন্দ্রিলা সেন হামেশাই চর্চায় উঠে আসেন অঙ্কুশের সঙ্গে সম্পর্কের কারণ। তারা টলিউডের অন্যতম পাওয়ার কাপল বটে। আগামীতে তাদের একসঙ্গে বড়পর্দায় দেখা যেতে চলেছে। এই বছরই তারা জুটি বেঁধে স্ক্রিন ভাগ করবেন। অনেকেই এই বিষয়ে বলেন অঙ্কুশ তার প্রেমিক বলে তিনি নাকি অনেক সুবিধা পেয়েছেন, সেটা কি সত্যি? তার খারাপ লাগে এসব শুনলে? উত্তরে অভিনেত্রী বলেন, 'না আমার খারাপ লাগে না। ১২-১৩ বছর আগে তো ভাবিনি যে ওকে ব্যবহার করব বা কিছু। একটা মানুষকে ভালো লাগত, সেই থেকে বন্ধুত্ব, আর এখন ভালোবাসার মানুষ। আমি আর অঙ্কুশ দুজনেই বলে বলে ক্লান্ত যে এমন কোনও ভাবনা নেই যে আমি ওকে ছাড়া কাজ করব না এটা ভুল ধারণা। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। আর শ্বেতকালী তার বড় প্রমাণ।'

টলিউডের হাওয়ায় একটা কথা খুব ভাসে, অঙ্কুশ-ঐন্দ্রিলা, বনি-কৌশানী এই জুটিরা নাকি প্যাকেজে আসে, এটা সত্যি? উত্তরে ঐন্দ্রিলা বলেন, 'হ্যাঁ অনেকটা ওই হেয়ার, মেকআপ আর কস্টিউমের মতো। আমি প্যাকেজটা ঠিক বুঝি না। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আলাদা। আর যদি প্যাকেজ হতো তাহলে শ্বেতকালীতে আমার সঙ্গে সাহেবের (ভট্টাচার্য) বদলে অঙ্কুশ আর শিকারপুরে সন্দীপ্তার (সেন) বদলে আমি থাকতাম। আমাদের দুজনের কাজ আলাদা।'

অঙ্কুশের সঙ্গে নতুন ছবি বা শ্বেতকালী ছাড়াও তাকে সাজঘরে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখানে কি বুম্বাদার সঙ্গে রোম্যান্স করতে হল? উত্তরে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ। দারুণ লেগেছে। আমি তো বুম্বাদার সঙ্গে রোম্যান্স করব বলে হাত খুলে দাঁড়িয়েছিলাম। উল্টে বুম্বাদার অস্বস্তি হচ্ছিল খালি বলতো তোর সঙ্গে কী করে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করি। তারপর নিজেই ভেবে বলতো এই ভাবে করি চল। অঙ্কুশ এসে আবার আমাদের শ্যুটিং দেখত। দারুণ একটা অভিজ্ঞতা হলো।'

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত