ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৪:৫১

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রূপালি পর্দার সাদাকালো যুগ থেকে ডিজিটাল সিনেমা, দীর্ঘ এক পথচলায় তিনি সমৃদ্ধ করেছেন দেশীয় চলচ্চিত্রকে। অভিনয় করেছিলেন উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা সত্যজিৎ রায়ের ছবিতেও। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়া একমাত্র নায়িকাও ববিতা।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেছিলেন ববিতা। এই ছবিতে পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন তিনি। ‘অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর পূর্তি হচ্ছে এবার। আর এই উপলক্ষে ববিতাকে আজীবন সম্মাননা দিচ্ছে কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’। আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ১৭তম টেলি-সিনে অ্যাওয়ার্ড। আর এই আয়োজনেই ববিতাকে আজীবন সম্মাননা দেয়া হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এই সম্মাননা দেয়া হচ্ছে। অন্যদিকে ববিতা উচ্ছ্বাস প্রকাশ করে জানালেন, এটা একটি আন্তর্জাতিক স্বীকৃতি। নিঃসন্দেহে ভালো লাগছে এমন অর্জনে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত