ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গিভ অ্যান্ড টেকের ফাঁদে এই অভিনেত্রী

গিভ অ্যান্ড টেকের ফাঁদে এই অভিনেত্রী

সিনেমাপাড়ায় এখন বহুল ব্যবহৃত একটি বাক্য হচ্ছে ‘কাস্টিং কাউচ’। মূলত সিনেমায় সুযোগ পেতে হলে পরিচালক-প্রযোজক বা নায়কদের কাছে শরীর সঁপে দিতে হবে নায়িকা ও অন্য অভিনেত্রীদের। আর তাদের সাথে যেতে হবে বিছানায়। ফিল্মের ভাষায় ইংরেজিতে একেই বলে কাস্টিং কাউচ। ঠিক যেন ‘গিভ অ্যান্ড টেক’ পলিসির মতো।

এবার সেই ফাঁদে পড়ে সিনেমার কাজ হারাতে হয়েছে ভারতীয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে। এই অভিনেত্রী আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

সৌমিলি বলেন, কাস্টিং কাউচ ফেস করেছি। সে জন্য বড় ব্যানারের ছবি চলে গিয়েছে।

তিনি বলেন, কখনও সরাসরি কেউ কিছু বলেননি। তবে কেউ বলেছে, না এটা কর না। তা হলে হবে। কিন্তু সেটা তো আমি করতে পারব না।

এই অভিনেত্রী বলেন, ২০ বছরে ইন্ডাস্ট্রিতে কম কাজ করেছি। কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন কিছু বলতে পারেনি। আমি মাথা উঁচু করে থেকেছি এটা নিয়ে।

সৌমিলি বলেন, বাবা-মা বুঝিয়েছে। যেটুকু মাথা উঁচু করে করতে পারছ, সেটুকুই থাক। আমার হাজব্যান্ড খুব ভাল বন্ধু। আমাকে ক্রমাগত সাপোর্ট করে গিয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত