ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যে কারণে বিচারকের আসন থেকে সরে গেলেন কোনাল

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১

যে কারণে বিচারকের আসন থেকে সরে গেলেন কোনাল

অনুষ্ঠানে অনিময় তাই বিচারকের আসন থেকে সরে গেলেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। চ্যানেল আইয়ে শিশুদের রিয়েলিটি শো ‘গানের রাজা’র অন্যতম বিচারক ছিলেন তিনি । বিচারের রায় উপেক্ষা ও শিশুদের গান নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়িয়েছেন কোনাল।

সাধারণত টেলিভিশনের রিয়েলিটি শো থেকে হুট করে বিচারক সরে যাওয়ার কথা তেমন শোনা যায় না। যারা রিয়েলিটি শো থেকে বিচারক হিসেবে অব্যাহতি নিয়েছেন তারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে সরে যান।

বিচারকের আসন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কোনাল জানান, ‘গানের রাজা’ অনুষ্ঠানে স্বাভাবিকভাবে বিচারকাজ চালানো যাচ্ছিল না। অনুষ্ঠান টিম শুরু থেকেই এ কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শুরুতে ছোটখাটো অনেক ব্যাপার মেনে নিয়েছি। পরে দেখলাম শিশুদের গান বাছাই করার ক্ষেত্রে অনিয়ম করছেন তারা। দেখা গেছে, বিচারকাজে তারা যে সিদ্ধান্ত দিচ্ছেন, সেটাও মেনে নিতে হচ্ছে। তাহলে আর বিচারক থেকে লাভ কী?’

এদিকে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ‘গানের রাজা’র পরিচালক তাহের শিপন বলেন, ‘প্রতিযোগিতার বিচারক কোনাল ও ইমরানের নম্বরের ভিত্তিতেই প্রতিযোগীদের বিচার করা হয়েছে। তাদের সই করা নম্বরপত্র আমাদের কাছে আছে। চাইলে আমরা সেটা দেখাতেও পারবো।’

তিনি আরো যোগ করে বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন ইসমত আরা ইতি।’

‘গানের রাজা’র নির্বাহী প্রযোজক ইসমত আরা ইতি বলেন, ‘এটি একটি প্রতিযোগিতা। এখান থেকে স্বাভাবিক নিয়মে আমাদের কিছু প্রতিযোগীকে বাদ দিতে হয়। বিচারকেরা যে নম্বর দিয়েছেন, তার ভিত্তিতেই ওই প্রতিযোগীকে বাদ দেওয়া হয়েছে।’

প্রতিযোগিতাটির নিরপেক্ষতা প্রসঙ্গে জানতে চাইলে ‘গানের রাজা’ প্রতিযোগিতার অন্যতম বিচারক ও সংগীতশিল্পী কোনালে বলেন,‘মারাত্মক অনিয়ম হচ্ছে সেখানে। আমাদের সময়ে ৪০ শতাংশ ভোট দিতেন দর্শক। এখানে সেই সুযোগ নেই। এখন সবকিছু নির্ধারণ করেন প্রযোজক। একজন বিচারক বা দর্শক কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না।’

শিশুদের মনন বিকাশে ৬ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য গত বছরের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘গানের রাজা’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সারা দেশ থেকে নানা প্রক্রিয়ায় গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের বেছে নেওয়া হয়। অক্টোবর মাস থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে পৃথক পৃথক অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হয়।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত