ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রঙচটা সাইনবোর্ডে বিএফডিসি, নজর নেই কর্তৃপক্ষের

  আসিফ আলম

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩  
আপডেট :
 ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪১

রঙচটা সাইনবোর্ডে বিএফডিসি, নজর নেই কর্তৃপক্ষের

চলচ্চিত্রের আতুর ঘর বলা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসিকে)। একটা সময় ছিলো যখন রাত-দিন সব সময় প্রাণবন্ত থাকতো এফডিসি। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র আজ অনেকটাই উল্টে গেছে। নেই আগের মতো এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ। সন্ধ্যা হলেই যেন এক ভুতুড়ে পরিবেশ নেমে আসে এই আতুর ঘরে।

সারা দেশ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেখানে আজ বিএফডিসির চিত্রটা পুরো ভিন্ন। নানা সমস্যায় জর্জরিত এই এফডিসি। নেই কোন পাবলিক টয়লেট। প্রশাসনিক ভবনে টয়লেটের ব্যবস্থা থাকলেও তা বিকেল থেকে তালাবদ্ধ থাকে। কিছু মেকআপ রুমের করুন দশা। শুধু তাই নয়। প্রশাসনিক ভবনের উপরে বড় করে বিএফডিসি লিখা সাইনবোর্ড থাকলেও দূর থেকে অনেকেই তা দেখে দোটানায় পড়ে যাবেন। কেননা রঙচটা সাইনবোর্ড টি দিনের বেলা দেখা গেলেও রাতে তাতে আলো জ্বলেনা বললেই চলে। আর যদিও জ্বলে তবে দেখা যায় দুই একটি অক্ষরে আলো বিদ্যমান বাকি গুলো অন্ধকার। এমন বেহাল দশা দেখে অনেকেই চলচ্চিত্রের পাশাপাশি প্রশ্ন তুলছে এফডিসির বর্তমান অবস্থার দিকে।

বাহিরের দেশে যেখানে ফিল্মপাড়া দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ টিকিট কেটে ভীড় জমায় সেখানে আমাদের বিএফডিসির এই বেহাল দশা সত্যি অবাক করার মতো। বিষয়গুলো নিয়ে এফডিসির এমডি আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ জার্নালকে বলেন,‘ আপনাদের এফডিসিরতো সমস্যার শেষ নেই। একটার পর একটা লেগেই আছে। আমার জানা মতে সাইনবোর্ডে কোন সমস্যা নেই। আর যদি থাকে তাহলে আমি বিষয়টি দেখছি।’

এফডিসির উন্নয়নের জন্য সরকার থেকে বরাদ্দ দেয়া হয় তাহলে এত দিন ধরে কেন সাইনবোর্ড সহ অন্যান্য সমস্যা সমাধাণে কাজ করা হচ্ছেন না এমন প্রশ্নের জবাবে বেশ ক্ষিপ্ত হয়ে এমডি আমির হোসেন বলেন ‘এই জবাব কি আপনাকে দিতে হবে। আমারা আমাদের কাজ করছি।’

এদিকে এফডিসিতে এখন আর শুটিং করতে আগ্রহ দেখান না নির্মাতারা। কিন্তু কেন তারা এ আগ্রহ হারাচ্ছেন? অনুসন্ধানে জানা যায় বাইরের থেকে অনেক বেশি ভাড়া গুনতে হয় তাদের এফডিসিতে শুটিং করতে গেলে। সরকারি প্রতিষ্ঠানটি থেকে ক্যামেরা ভাড়া নিয়ে অনেকেই পড়েন বিপদে। এর কারণ শিফট হিসেবে অনেক টাকা দিতে হয়, আর শুটিংয়ে সময়সীমা অতিক্রম করলে সেটা নিয়েও পোহাতে হয় ঝক্কি।

এফডিসির বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘এখন আর এফডিসি আগের মতো নেই। উন্নতি নয় অবনতির দিক থেকে এগিয়ে আছে এফডিসি। এখন আর শুটিং করার পরিবেশ নেই। বাইরের প্রোডাকশন হাউজ থেকে তিনগুণ ভাড়া গুনতে হয় এখানে। বাইরের হাউজ থেকে আমরা ক্যামেরা নিয়ে ঢাকার বাইরে শুটিং করতে গেলে, যাওয়া ও আসার দুদিনের ভাড়া দিতে হয় না। এফডিসতে আমরা এত দিন ধরে ছবি নির্মাণ করছি, সবসময় যাওয়া বা আসার একদিনের ভাড়া দিতে হতো। অথচ এখন যাওয়া ও আসা দুদিনের ভাড়াই দিতে হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত