ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

রান্না ঘরে জয়া, নেট দুনিয়ায় ছবি ভাইরাল

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:০৬  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০১৯, ১৫:১৫

রান্না ঘরে জয়া, নেট দুনিয়ায় ছবি ভাইরাল

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ছোট পর্দায় নিজের অভিনয়ের জাদুতে মাতিয়েছেন দর্শকদের। এরপর বড় পর্দা। সব জায়গাতেই সোনা ফলেছে তার হাতের ছোঁয়াতেই। তাই তো দেশ পার হয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়াতা পেয়েছেন জয়া।

নতুন নতুন কাজ নিয়ে সবসময়ই ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তাইতো নিজের ঘরে তেমন ভাবে সময় দিতে পারেননা। আর নিজের হাতে তো রান্না করা হয়না বললেই চলে। তবে একটু সময় পেলেই নিজের মত করে রান্না করতে বসে যান।

সম্প্রতি এমনি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ছুঁড়ি হাতে টমেটো কাটতে দেখা যায় জয়া আহসানকে। আর সেই রান্না ঘরের ছবি জয়া নিজের তার ফেসবুকে পোস্ট করেন।

ছবিটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। যেখানে অল্প সময়েই পড়তে থাকে নানা কমেন্ট।

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান। যেখানে জয়া কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন, তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে তাদের খেলাও দেখবেন।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত