ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

কেজরিওয়ালের ঐতিহাসিক শপথ আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫  
আপডেট :
 ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১

কেজরিওয়ালের ঐতিহাসিক শপথ আজ

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হেভিওয়েট জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসছেন কেজরিওয়াল।

রোববার দিল্লির রামলীলা ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল কেজরিওয়ালের, সেই রামলীলা ময়দানের মঞ্চেই আরও পাঁচ বছরের জন্য দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বভার কাঁধে তুলে নিতে চলেছেন তিনি।

দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি।

জানা গেছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির সাত বিজেপি সাংসদ ও নবনির্বাচিত আট বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠান ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে এএপি-র নেতৃত্ব। তাই এই অনুষ্ঠানে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত