ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘আমরা ভারতকে ভালোবাসি, সম্মান করি’

‘আমরা ভারতকে ভালোবাসি, সম্মান করি’

গুজরাটে আহমেদাবাদের সর্দার পটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’অনুষ্ঠানে যোগ দিয়েছেন বারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভারত ও ওই দেশের জনগণের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে সপরিবারে ভারতে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে জাতির পিতা ও ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত সবরমতী আশ্রম পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্প ও তার স্ত্রীকে মেলানিয়াকে চরকা কাটা শেখান মোদি।

এরপর আশ্রম থেকে মোতেরা স্টেডিয়াম যান ট্রাম্প ও মোদি। পথের দু পাশে ভারত এবং আমেরিকার পতাকা হাতে দাঁড়িয়ে থাকা লোকজন ট্রোম্পকে স্বাগত জানান।

পরে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ইন্ডিয়া অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। এসময় সেখানে ১ লাখ ১০ হাজারের মোত লোক উপস্থিত ছিলেন বলে জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। যদিও সফর শুরু করার আগেই বিভিন্ন টুইটার বার্তায় ট্রাম্প বলেছিলেন, মোতেরা স্টেডিয়ামে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবে ৭০ থেকে ১ কোটি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নাকি তাকে এমনটি জানিয়েছেন বলেও দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এত মানুষের ভিড় কিভাবে সামাল দিবেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু তার অনুমান সত্য হয়নি।

আমরা ভারতকে ভালোবাসি

মোতেরা স্টেডিয়ামে আয়োজিত নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাম্প। শুরুতেই তিনি উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘শুভকামনা ভারত, শুভকামনা আমেরিকা। আমরা ভারতকে ভালোবাসি ও সম্মান করি।’

এসময় ভারতের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ‘দুই দেশ মিলে আমরা এই এলাকার শান্তি ও সংহতি রক্ষা করব। আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সব সময় সাহায্য করব। আপনাদের দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেনা বাহিনী সারা দেশে প্রায় দুই শতাধিক ভাষায় কথা বলেন এখানকার মানুষ। দিওয়ালি, হোলির মতো রঙিন উৎসব পালন করেন এখানকার মানুষজন।’

ভারতের ক্রিকেট ও চলচ্ছিত্রেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভারত সচিন তেণ্ডুলকারের মতো ক্রিকেটার তৈরি করেছে। এছাড়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র মতো সিনেমাও বানিয়েছে ভারত।’

এসময় সন্ত্রাস দমনে ভারতের প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত কঠিন হাতে ইসলামি সন্ত্রাসবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করে চলেছে। তিনি মার্কিন হামলায় জঙ্গি গোষ্ঠ ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার প্রসঙ্গটিও তুলে ধরেন।

এসময় তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দেশের তার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার অধিকবার রয়েছে।’ সন্ত্রাস দমনে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে বলেও জানান সফররত মার্কিন প্রেসিডেন্ট।

এরপরই তিনি পাকিস্তানের সন্ত্রাস নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘পাকিস্তানে সীমান্ত সন্ত্রাস ও জঙ্গি গোষ্ঠীগুলি নিয়ন্ত্রণের জন্য আমার প্রশাসন ইসলামাবাদের সঙ্গে কাজ কের যাচ্ছি। আর এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বড় অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের আগে মোতেরা জনসভায় বক্তব্য রাখেন মোদি। মোদি তার ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক দৃঢ় করার অভিলাষ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের এই সফরের মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

তার আগে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে মোদি বলেন, ‘আপনাদের সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সবার উপস্থিতি আমাদের দেশের গর্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে ট্রাম্পকে নিমন্ত্রণ করছি।’

এই অনুষ্ঠান শেষে সস্ত্রীক তাজমহল দর্শনে যাবেন ট্রাম্প। সেখানে ঘণ্টা খানেক কাটিয়ে চলে যাবেন দিল্লিতে।

ষষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারত সফর করছেন ট্রাম্প। সোমবার সকালেই নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টে উদ্দেশে টুইট করে বলেন, ‘ভারত আপনার আসার অপেক্ষায় মুখিয়ে। আপনার এই সফর দু’দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করবে। আমদাবাদে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হচ্ছে।’

অন্য দিকে, আমেরিকা ছাড়ার আগে রোববার রাতেই ট্রাম্প টুইট করে এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। (হাম ভারত আনে কে লিয়ে তত্পর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে)’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত