ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্ক

দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ১৮:৫১  
আপডেট :
 ০৫ মার্চ ২০২০, ২০:২২

দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা!
ছবি প্রতীকী

শিশুরা যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয়, সেজন্য সব প্রাথমিক স্কুলগুলোকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া একথা জানিয়েছেন।

আরো পড়ুন: ১১টার মধ্যে স্কুল শেষ করার নির্দেশ!​

মনিশ শিশোদিয়া বলেন, দিল্লি সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, পৌরসভা পরিচালিত প্রাইমারি স্কুল এবং বেসরকারি প্রাইমারিসহ সব স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

আরো পড়ুন: প্রাথমিকসহ সকল স্কুলের জন্য জরুরি ৮ নির্দেশনা​

মনিশ শিশোদিয়া টুইটার একাউন্টে লিখেছেন, শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিচ্ছে।

আরো পড়ুন: পিটুনি দিয়ে শিক্ষকের দাড়ি উপড়ে ফেললেন আওয়ামী লীগ নেতা​

ভারতে এখন পর্যন্ত ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালিয় পর্যটক। বিশ্বজুড়ে ওই ভাইরাস তিন হাজার মানুষের প্রাণ নিয়েছে। অসুস্থ হয়েছেন ৯০ হাজার মানুষ।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত