ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

মার্কিন গবেষণা

করোনার সৃষ্টি প্রাকৃতিকভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ২২:৫৮  
আপডেট :
 ১৯ মার্চ ২০২০, ২৩:০৬

করোনার সৃষ্টি প্রাকৃতিকভাবে

নতুন করোনাভাইরাস প্রাকৃতিকভাবে সৃষ্টি এবং তা কোনো কৃত্রিম উপায়ে তৈরি করা হয়নি এমন দাবি করেছেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট। বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এ–সংশ্লিষ্ট একটি গবেষণাপত্র সম্প্রতি নেচার মেডিসিন নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। নতুন নতুন গবেষণার ক্ষেত্রে বিশ্বজুড়ে এর খ্যাতি রয়েছে। সম্প্রতি এক গবেষণাপত্রে প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন করোনাভাইরাস সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। এই ভাইরাস সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিবর্তনের ধারাবাহিকতায়।

প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, নতুন করোনাভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল সম্প্রতি। গবেষণায় দেখা গেছে, নতুন করোনাভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। বরং প্রাকৃতিক বিবর্তনের প্রক্রিয়াতেই নতুন করোনাভাইরাস সৃষ্টির প্রমাণ মিলেছে।

স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন বলেন, ‘করোনাভাইরাস গোত্রের যেসব জিনোম সিকোয়েন্স ডেটা আমাদের হাতে আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা গেছে, নতুন করোনাভাইরাস পুরোপুরি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত