ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনা ঠেকাতে জর্ডানে কারফিউ জারি

করোনা ঠেকাতে জর্ডানে কারফিউ জারি

ভয়াবহ করোনাভাইরাস মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। শুক্রবার জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ করতে এই কারফিউ জারি করেছে দেশটির সরকার।

এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

শনিবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে। সরকারের এই ঘোষণার ফলে লকডাউন হয়ে পড়েছে সে দেশের প্রায় ১ কোটি মানুষ। এর আগে মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে সবধরনের বিমান চলাচল। সেই সাথে সিরিয়া, ইরাক, মিসর, ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে বন্ধ রয়েছে জর্ডানের স্থলসীমান্ত।

এখন পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ জন মানুষ। তবে সেখানে এখন পর্যন্ত করোনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে রয়েছে ৫ হাজারর মত মানুষ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত