ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

উত্তর কোরিয়ায় ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১১:২৫  
আপডেট :
 ২৯ মার্চ ২০২০, ১১:২৯

উত্তর কোরিয়ায় ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন

উত্তর কোরিয়া দুটি দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার । ইয়ন, রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের মহামারির মধ্যেই রোববার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে দুটি স্বল্প-পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করেছে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অফ স্টাফ একটি বিবৃতি জানায়, ক্ষেপণাস্ত্র দুটি বন্দর শহর ওনসান থেকে পূর্ব দিক থেকে ছোঁড়া হয়েছে যা ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) দূরে গিয়ে জাপানের সাগরে পড়েছে।

উত্তর কোরিয়ার জাতীয় সামরিক এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, বিশ্ব করোনাভাইরাস মোকাবিলায় হিমসিম খাচ্ছে আর এই সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো মোটেও দেশটির উচিত হয়নি।

তবে টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু জাপান সাগরে বা অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করতে পারেনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত