ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ভারতে আটকা ১৩শ মার্কিন নাগরিককে আনতে বিশেষ বিমান

ভারতে আটকা ১৩শ মার্কিন নাগরিককে আনতে বিশেষ বিমান

ভারতে করোনার কারণে আরোপিত চলমান ২১ দিনের লকডাউনের কারণে সেখানে আটকে পড়েছিল ১৩০০ মার্কিন নাগরিক। তাদের দেশে ফেরত আনতে বিশেষ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালিস ওয়েলসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন এই তথ্য জানায়।

অ্যালিস বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা মার্কিন নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ ও নেপালে আটকে থাকা ২ হাজার ৯০০ জন আমেরিকানকে ফেরাতে মঙ্গলবার ১৩টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

ভারতের বিভিন্ন প্রান্তে আটক থাকা মার্কিনীদের সঙ্গে যোগাযোগ করার জন্য যুক্তররাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের তথ্য দিল্লিকে জানানো হয়। তারই ভিত্তিতে ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ওইসব মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এরপরই তাদের বিমানবন্দর পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত