ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

করোনায় আমেরিকাকে বিল গেটস’র হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৯:১৯  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২০, ১৯:২১

করোনায় আমেরিকাকে বিল গেটস’র হুঁশিয়ারি
বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ব্যাপকভাবে করোনাভাইরাসের পরীক্ষা চালানোর ব্যবস্থা না করা হলে বড় সমস্যায় পড়বে আমেরিকা।

সিএনবিসি’র সাথে আলোচনার সময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, করেনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার মতো একটি একক পদ্ধতি গ্রহণে আগ্রহী নয় মার্কিন সরকার। এছাড়া করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে এখনও পুরোপুরি ভুল অগ্রাধিকার দিয়ে চলেছে আমেরিকা।

বিল বলেন, দক্ষিণ কোরিয়ার মতই একই পদ্ধতি গ্রহণ করাই ছিল আমেরিকার জন্য স্বাভাবিক কিন্তু মার্কিন ফেডারেল সরকারের এ কাজে কোন আগ্রহই দেখা যায় নি।

৩৩ কোটি মার্কিন নাগরিকের মধ্যে অনেকেই পরীক্ষা করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, এ সংখ্যাটি মার্কিন সরকারকে জানতে হবে। উপাত্তের ভিত্তিতে মনে হচ্ছে এটি বিশাল কোনো সংখ্যা হবে না।

তিনি আরো বলেন, ৯৫ শতাংশের বেশি সেরে উঠবে করোনা চিকিৎসায় অলৌকিক এমন কিছুর অপেক্ষা করছে মার্কিন সরকার কিংবা ব্যাপকভাবে ব্যবহারযোগ্য টিকার অপেক্ষায় রয়েছে তারা।

এর আগে, পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ৬৪ বছর বয়সী বিল বলেছিলেন, আগামী বছরের আগে হয়ত করোনার হাত থেকে আমেরিকা পুরোপুরি নিরাপদ হবে না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত