ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘ভ্যাকসিন ছাড়াই বিদায় হবে করোনা’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২০, ১৯:৩৫  
আপডেট :
 ০৯ মে ২০২০, ২০:০৯

‘ভ্যাকসিন ছাড়াই বিদায় হবে করোনা’

ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা এই ভাইরাসকে আর দেখবো না, একটি নির্দিষ্ট সময়ের পরে এটি আপনাতেই বিদায় নেবে। তবে হ্যাঁ এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৯৫ হাজার বা এর বেশি মানুষের মৃত্যু হবে।

ট্রাম্পকে তার এই মন্তব্যের ভিত্তি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কেবল ডাক্তারদের কথায় আস্থা রেখেছি মাত্র। তারাই আমাকে জানিয়েছে যে এটি বিদায়ের প্রক্রিয়ার রয়েছে। তবে সেই সঙ্গে ট্রাম্প এটিও স্বীকার করেন যে, সংক্রমণের সংখ্যা বাড়তেও পারে।

ট্রাম্প প্রতিনিয়ত ভাইরাসকে পরাজিত করার ঘোষণা দিয়ে আসলেও যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ৭৮ হাজারের বেশি। ইতোমধ্যেই হোয়াইট হাউসে ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তার করোনা ধরা পড়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত