ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনায় আক্রান্ত চীনের দ্বিগুন সংখ্যক মানুষ

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২০, ১৩:০১

ভারতে করোনায় আক্রান্ত চীনের দ্বিগুন সংখ্যক মানুষ

ভারতে এখন সর্বাধিক হারে ছড়িয়ে পড়ছে করোনা। আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন চীনের প্রায় দ্বিগুন সংখ্যক মানুষ।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৬ জন। যার ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে চীনে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৯৫ জন।

ভারতে মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের।

ভারত চতুর্থ দফা লকডাউনের শেষ সীমায় দাঁড়িয়েও লাগাম দিতে পারছে না করোনা সংক্রমণকে।

ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যেই সবথেকে বেশি মানুষ সংক্রামিত হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে মোট আক্রান্ত ১৯ হাজার ৩৭২ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৮১ জন। এবং গুজরাটে মোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৫৬২ জন।

এদিকে পশ্চিমবাংলাতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত নিয়ে উদ্বেগ। ওই রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। যার ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ হাজার ৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যটির দমকলমন্ত্রী সুজিত বসু। গত বৃহস্পতিবার তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। সুজিত বসুই পশ্চিমবঙ্গের প্রথম কোনও মন্ত্রী যার শরীরে করোনা ধরা পড়লো।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত