ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

স্কুল খুলে করোনা বাড়ার সপ্তাহের আগেই বন্ধ করল দ. কোরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২০, ২০:০৫

স্কুল খুলে করোনা বাড়ার সপ্তাহের আগেই বন্ধ করল দ. কোরিয়া
ফাইল ছবি

২০০’র বেশি স্কলু খোলার কয়েকদিন পরেই করোনাভাইরাসের সংক্রামণ বেশি পরিমাণে বাড়তে থাকায় বাধ্য হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া।

বিবিসির খবরে বলা হয়েছে করোনার তাণ্ডব কিছুটা কমে যাওয়ায় গত বুধবার থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলো দক্ষিণ কোরিয়ার কিছু স্কুলের শিক্ষার্থীরা।

স্কুল খোলার পরদিনই দেশটিতে একদিনে ৭৯ জনের করোনাভাইরাস ধরা পড়ে। যা দেশটিতে গত দুইমাসের সর্বোচ্চ।

সর্বশেষ শুক্রবারও দেশটিতে নতুন করে ৫৮ জনের করোনা ধরা পড়ছে। যার ফলে দেশটিতে বর্তমানে ১১ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত।

এর আগে স্কুল খোলার সময় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইয়ো ইউন হ্যা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছিলেন, আমরা স্কুলগুলো খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছি, একই সঙ্গে প্রতিদিন সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। তিনি সে সময় আরো বলেন, যদি কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয় তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ওই স্কুলের ক্লাস অনলাইনে নেয়া শুরু হবে।

অবশ্য স্কুলগুলো খোলার আগে আক্রান্তের হার কমতে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলো দক্ষিণ কোরিয়ার মানুষ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত