ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভারত-চীন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১৪:৫৮

ভারত-চীন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি

ভারত-চীন সীমান্তে সেনা উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে দু দেশের সেনাদের মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালেও আলোচনা হয়েছে বলে ভারতীয় সেনা সুত্রে জানা গিয়েছে। তা সত্বেও সীমান্তে চড়ছে উত্তেজনা, বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি।

ভারতের অভিযোগ, শান্তি প্রক্রিয়ার মধ্যেও সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। ভারতের স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। সীমান্ত এলাকায় নির্মানকাজের জন্য কাঁচামাল মজুদ করছে চীন, সেই ছবিও দেখা গিয়েছে। এমনকি সীমান্ত এলাকায় বেশ কয়েকবার গাড়ি যাতায়াত করতেও দেখা গিয়েছে। ওই গাড়িগুলিতে চীনের সেনা জওয়ানরা যাতায়াত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, প্যাংগং সো তেও বাড়ছে চীনা সেনাদের উপস্থিতি।

অন্যদিকে, চীনা সেনার মোকাবিলায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারতও। ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত-চীন সীমান্ত।

জানা গিয়েছে, পশ্চিম লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা ড্রোন ও হেলিকপ্টার উড়ছে।

এদিকে বাড়ছে ভারতের সেনা প্রস্তুতিও। সীমান্ত এলাকায় ভারত একদিকে যেমন সেনা বাড়িয়েছে, তেমনি প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীকেও। দুই দেশের সেনাবাহিনীই সীমান্ত এলাকায় তাঁবু তৈরি করছে। সব মিলিয়ে দুই দেশের সেনা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে বলেও জানা যাচ্ছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত