ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

হংকংয়ে সব স্কুল বন্ধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৪:০২

হংকংয়ে সব স্কুল বন্ধ ঘোষণা

স্থানীয় সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরে নতুন করে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছে হংকং কর্তৃপক্ষ। এ কারণে সোমবার থেকে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে হংকংয়ের শিক্ষা ব্যুরো।

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের অধিকাংশ স্কুল ফেব্রুয়ারি থেকে বন্ধ। কেউ কেউ অনলাইন ও কনফারেন্স কলে পাঠদান কার্যক্রম চালাচ্ছে। অনেক আন্তর্জাতিক স্কুল এরই মধ্যে গ্রীষ্মের ছুটি দিয়ে দিয়েছে।

সম্প্রতি শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে করোনার উপস্থিতি মেলায় এবার সব স্কুল বন্ধ করা হচ্ছে জানালেন শিক্ষা সচিব কেভিন ইউং।

বৃহস্পতিবার হংকংয়ে আরও ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত। টানা দ্বিতীয় দিন স্থানীয় সংক্রমণ বাড়লো।

  • সর্বশেষ
  • পঠিত