ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিজয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৭:২০

সিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিজয়

সিঙ্গাপুরের নির্বাচনে আবারও ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশান পার্টি-পিএপি দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। বিবিসি ও স্ট্রেইটস টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

১৯৬৫ সাল থেকেই নগর রাষ্ট্রটির ক্ষমতায় পিপলস অ্যাকশান পার্টি-পিএপি। এবারের নির্বাচনে তারা ৯৩টি পার্লামেন্টারি আসনের ৮৩টিতেই জয়লাভ করেছে। অর্থাৎ দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পেয়েছে মোট ভোটের ৬১.২ শতাংশ।

পিএপি নির্বাচনে জয়লাভ করায় বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুঙ আরও এক মেয়াদ ক্ষমতায় থাকবেন। ২০০৪ সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এই মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

২০১৫ সালের নির্বাচনে পিএপি ভোট পেয়েছিলো ৭০ শতাংশ। বিরোধী দল ওয়ার্বার্স পার্টি ১০টি আসনে জয়লাভ করেছে। এই ছোট্ট দেশটি অল্প কিছু দেশের একটি যারা অতি মহামারীর সময়েও নির্বাচন আয়োজন করলো। মাস্ক ও গ্লাভস ছাড়া কাউকেই ভোট দিতে দেয়া হয়নি। এশিয়া-প্রশান্ত মহামাগরীয় অঞ্চলের সবচেয়ে বেশি আক্রান্ত দেশের একটি সিঙ্গাপুর। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত