ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

‘মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নয়, শেতাঙ্গরাই বেশি মারা যায়’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ১৯:৩৭  
আপডেট :
 ১৫ জুলাই ২০২০, ১৯:৪৯

‘মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নয়, শেতাঙ্গরাই বেশি মারা যায়’

মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের চেয়ে শেতাঙ্গ মানুষ বেশি মারা যায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস, ডেইলি মেইল ও ফক্স নিজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড ছিলো ভয়াবহ একটি ঘটনা, কিন্তু এটি বর্ণবাদের কারণে ঘটেনি। তার মতে শেতাঙ্গ সন্দেহভাজনদের সঙ্গেও একই আচরণ করেন মার্কিন পুলিশ সদস্যরা। সাদা মানুষরাও একই আচরণের শিকার হন। আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। কারা বেশি মারা যায় এভাবে? অবশ্যই শেতাঙ্গরা।’

এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের মতে, কনফেডারেট পতাকা উড়ানো আসলে ব্যক্তি ও বাক স্বাধীনতা। তার সমাবেশে এই ধরনের পতাকা উড়ানো হয়েছে এতে তার কোনও সমস্যা নেই বলেও জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, মানুষ এই পতাকা পছন্দ করে। আমি জানি যারা কনফেডারেটদের ভালোবাসে, তারা দাসত্ব ফেরত চায় না। এটা দোষের নয়।

কয়েকদিন আগে পরিচালিত এক গবেষণায় ওয়াশিংটন পোস্ট জানিয়েছিলো, পুলিশের গুলিতে যারা মারা যান তার অর্ধেক শেতাঙ্গ। কিন্তু গত ৫ বছরে জনসংখ্যার অনুপাতে আফ্রিকান আমেরিকানদের নিহত হবার পরিমাণ বেশি। অথচ মার্কিন জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ আফ্রিকান আমেরিকান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত