ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

নাইজারে ভয়াবহ বন্যা, ৫১ জনের প্রাণহানি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩  
আপডেট :
 ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫

নাইজারে ভয়াবহ বন্যা, ৫১ জনের প্রাণহানি

ব্যাপক বৃষ্টিপাতের কারণে আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ৫১ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এছাড়া সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় কয়েক হাজার ঘরাবাড়ি বিনষ্ট হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাইজারে বর্ষা মওসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। এ সময় নদী ও জলধারাগুলো উপচে ঘরবাড়ি তলিয়ে যায় এবং ফসলের ক্ষতি হয়।

এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের প্রথমদিক থেকে দেখা দেয়া বন্যায় এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন, ডুবে মারা গেছেন ১৪ জন।

নাইজার নদীর তীরবর্তী রাজধানী নিয়ামের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। সোমবার প্রেসিডেন্ট মাহমাদু ইসউফু নিয়ামের ডিস্ট্রিক্ট ফাইভ এলাকা পরিদর্শন করেছেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইসউফু জানিয়েছেন, বন্যায় দেশজুড়ে ২ লাখ ৮১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার জন্য জরুরিভিত্তিতে সাহায্য দরকার।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত