ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

কঠোর নজরদারির মধ্যেও মিশরে বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২

কঠোর নজরদারির মধ্যেও মিশরে বিক্ষোভ

মিশরে সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে কঠোর নিরাপত্তা জোরদার করা হলেও সরকার-বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় দেশটির বর্তমান সেনা শাসক আব্দুল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে ব্যানার হাতে গিজা শহরে বিক্ষোভ করছে তরুণরা। খবর আলজাজিরার।

বিক্ষোভ থেকে পুলিশের সাথে সংঘাতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্যে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। কায়রোর বেশ কিছু জেলাতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ দমনে পুলিশের পক্ষ থেকে গুলি ও টেয়ার গ্যাস ছুড়া হয়।

সেনাবাহিনীর সাবেক কন্ট্রাক্টর মোহাম্মদ আলি এ বিক্ষোভের ডাক দেয়। গত বছর একইদিন দেশটিতে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। সতর্কতা হিসেবে সরকার বিপুল পরিমাণ নিরাপত্তা সদস্য মোতায়েন করার পাশাপাশি শহরের ক্যাফেগুলোও বন্ধ করে দিয়েছিল।

উল্লেখ্য, দেশটিতে ২০১১ সালে সেনা শাসক হোসনে মোবারকের পতনের পর থেকে একের পর এক আন্দোলন হয়েছে।

আরো পড়ুন: সিসির পদত্যাগের দাবিতে উত্তাল মিশর

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত