ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ক্ষুব্ধ চীন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৯:৫৬

ক্ষুব্ধ চীন
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১৮০ কোটি মার্কিন ডলারে অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় চীনা প্রেসিডেন্ট বলেন, ‘চীনের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ত্বরান্বিত করতে হবে। শক্তিশালী সেনাবাহিনী ছাড়া শক্তিশালী মাতৃভূমি হতে পারে না।’

সি চিন পিং বলেন, ‘চীন কখনোই তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে ক্ষুণ্ন হতে দেবে না। আর চীনা জনগণকে হেলাফেলা করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘একতরফাবাদ, একচেটিয়াবাদ ও হুমকি-ধমকি কাজ করবে না, বরং তা শেষ পরিণতির দিকে নিয়ে যাবে। বিশ্বকে জানিয়ে দাও, চীনের জনগণ এখন সুসংহত। তারা হেলাফেলার পাত্র নয়।’

সি চিন পিং অবশ্য তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে তাঁর বক্তব্যের লক্ষ্যবস্তু যে যুক্তরাষ্ট্র, তা অনুমান করা যায়।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত