ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

জানুয়ারিতে আসতে পারে জনসনের টিকা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ১৯:০৭  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২০, ১৯:১৩

জানুয়ারিতে আসতে পারে জনসনের টিকা
করোনাভাইরাস। প্রতীকী ছবি

আগামী জানুয়ারি নাগাদ জরুরি ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের প্রথম ব্যাচের কোভিড-১৯ টিকা। কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া-আকলি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এক উপস্থাপনায় এ কথা বলেছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিজনেস টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি আগেও করোনার টিকা পাওয়ার বিষয়ে একই ধরনের আশার কথা বলেছিল। এখন কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধানও একই কথা বললেন।

জনসন অ্যান্ড জনসনের সম্ভাব্য টিকাটির নাম ‘জ্যানসেন’। অন্য টিকা দুই ডোজ প্রয়োজন হলেও জনসন অ্যান্ড জনসনের টিকার মাত্র এক ডোজ প্রয়োজন হবে।

গত শুক্রবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, তাদের বড় আকারের টিকা পরীক্ষা আবার শুরু হচ্ছে।

সিএনএনের খবরে জানানো হয়, টিকা পরীক্ষায় একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে চলতি মাসের শুরুর দিকে জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষা স্থগিত করা হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছেন:

> যেভাবে বিশ্ব বদলে দিয়েছেন ট্রাম্প

> চাঁদের বুকে পানির অস্তিত্ব নিশ্চিত করলো নাসা

> ফ্রান্সের পণ্য বর্জনের ডাক এরদোয়ানের

> এ্যামির শপথ কি ট্রাম্পের প্রাকনির্বাচনী বিজয়?

> এবার ফ্রান্সের নিন্দায় সৌদিআরব

  • সর্বশেষ
  • পঠিত