ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাজকুমারীর বাড়িতে চুরি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১৮:২৬  
আপডেট :
 ০৭ নভেম্বর ২০২০, ১৮:২৯

রাজকুমারীর বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি রাজকুমারের বাড়িতে বড় রকমের চুরির ঘটনা ঘটেছে। এতে ছয় লাখ ইউরো মূল্যের জিনিসপত্র খোয়া গেছে রাজকুমারীর।

পার্সটুডের খবরে বলা হয়েছে- সৌদি রাজকুমারী গত আগস্ট মাস থেকে ওই বাড়িতে ছিলেন না। সম্প্রতি তিনি সেখানে গিয়ে দেখেন যে, তার অত্যন্ত দামি ব্যাগ, স্বর্ণালঙ্কার, ঘড়ি, চামড়ার কোটসহ অন্যান্য জিনিসপত্র খোয়া গেছে।

রাজকুমারীর নাম প্রকাশ করা হয় নি তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুরির ঘটনায় রাজকুমারী অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে তিনি পুলিশের সঙ্গে কোনো কথা বলতে পারেন নি।

ঘটনা দৃশ্যে মনে হচ্ছে- চোরেরা কোন রকমের বল প্রয়োগ ছাড়াই বিনা বাধায় ওই বাড়িতে প্রবেশ করেছিল। বাড়িটি রাজধানী প্যারিসের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত।

সৌদি রাজকুমারীর যেসব ব্যাগ চুরি হয়েছে তার এক একটি মূল্য ছিল ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরো পর্যন্ত। এরইমধ্যে প্রসিকিউটররা মামলার কার্যক্রম শুরু করেছেন এবং এটি প্যারিস পুলিশের এন্টি-গ্যাং শাখা তদন্ত করবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছে:

> পেনসিলভেনিয়াতেও এগিয়ে বাইডেন

> চার বছরে ট্রাম্পের যেসব অঘটন!

> নির্বাচনে বিজয়ী প্রার্থী সম্পর্কে যখন জানা যাবে

> ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি: বাইডেন

> মার্কিন পরমাণু অস্ত্র সংস্থার প্রধান পদত্যাগ করেছেন

> ট্রাম্পের সঙ্গ ছাড়তে শুরু করেছেন কর্মকর্তারা

> নির্বাচনে বিজয়ী প্রার্থী সম্পর্কে যখন জানা যাবে

> এবার হোয়াইট হাউসের ‘চিফ’ আক্রান্ত

> ট্রাম্প হারছেন যেসব কারণে

> গুয়াতেমালায় ঘূর্ণিঝড়ে নিহত ১৫০

  • সর্বশেষ
  • পঠিত