প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৭:২২
প্রিন্ট
গাজায় ফের ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
|আরো খবর
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার গাজা থেকে ছোঁড়া রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। যে রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলার জন্য হামাসকে দায়ী করে তার জবাবে রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামাস এই হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ জার্নাল/এমএম