ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:২৫  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:২৬

মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস
মস্তিষ্কেও করোনাভাইরাস

শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দেয় প্রাণঘাতী করোনাভাইরাস। আর নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছায় করোনা। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাটি।

গবেষণায় বলা হয়, করোনা মস্তিষ্কে পৌঁছানোর কারণে হারিয়ে যাচ্ছে স্বাদ-গন্ধ। মাথা ব্যথা, পেশির যন্ত্রণার মতো নানা উপসর্গে ভুগছেন অনেকে।

পরীক্ষা চলাকালীন কোনও কোনও রোগীর নাকের ভেতরে ভাইরাসের কিছু উপাদান মিলেছে। একই উপাদান মিলেছে ওই রোগীর মস্তিষ্কেও। সেই সূত্র ধরেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত