ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ম্যান বুকারের তালিকায় অরুন্ধতী রায়

  বিডি জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ১৫:১৭  
আপডেট :
 ২৭ জুলাই ২০১৭, ১৫:৩৯

ম্যান বুকারের তালিকায় অরুন্ধতী রায়

বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ পুরষ্কার 'ম্যান বুকার' ২০১৭ এর দীর্ঘ তালিকায় উঠে এসেছে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূত সাহিত্যিক অরুন্ধতী রায়ের নাম। অরুন্ধতীর লেখা নতুন বই 'দ্য মিনিস্ট্রি অব অটমোস্ট হ্যাপিনেজ' এই জায়গা করে নিয়েছে। পুরষ্কার প্রদানকারী সংস্থা এর সম্মানী অর্থ নির্ধারণ করেছে ৫০ হাজার ইউরো। দীর্ঘ দুই দশক পর এই তালিকায় স্থান পেলেন অরুন্ধতী।

এ বছর ম্যান বুকার পুরষ্কারের দীর্ঘ তালিকার ১৩ জনের মধ্যে রয়েছেন পাকিস্তানি দুজন লেখকও। তারা হলেন- কামিলা শামসি এবং মহসিন হামিদ। এ বছর পুরষ্কারের জন্য জমা দেওয়া হয় ১৪৪টি প্রকাশনা। তার মধ্যে থেকে দীর্ঘ তালিকায় স্থান পায় ১৩টি প্রকাশনা।

অরুন্ধতী রায় ১৯৯৭ সালে তার প্রথম উপন্যাস 'দ্য গড অব স্মল থিংস' এর জন্য ম্যান বুকারের শর্ট লিস্টে জায়গা করে নিয়েছিলেন।

১৯৬৯ সাল থেকে প্রথমবারের মত শুরু হওয়া এই পুরষ্কারকে ইংরেজি ভাষায় লেখা উপন্যাসের জন্য সবচেয়ে দামি পুরষ্কার হিসেবে ধরা হয়।

এসএস/

  • সর্বশেষ
  • পঠিত