ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার চেষ্টা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার চেষ্টা
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের মদতপুষ্ট জোট অধিকৃত এলাকায় ড্রোন-হামলার চেষ্টা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা থেকে আমেরিকা তাদের নাম সরানোর পরে সৌদি সমর্থিত জোটের উপর আক্রমণের চেষ্টা করল এ বিদ্রোহীরা।

জোটের তরফে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুতিরা ড্রোনের মাধ্যমে আক্রমণ হানবার চেষ্টা করেছিল। কিন্তু সেই ড্রোনের মোকাবিলা করতে পেরেছে সৌদির নেতৃত্বাধীন জোট বাহিনী।

জোটের মুখপাত্র জানিয়েছেন, হুতি মিলিশিয়া অসামরিক টার্গেট লক্ষ্য করে আক্রমণ শানিয়েছিল। কিন্তু জোটের সেনা তৎপরতায় সেই আক্রমণ সফল হয়নি। তবে হুতি বিদ্রোহীরা এখনো এই আক্রমণের দায় স্বীকার করেনি।

মার্কিন সমর্থন হারাল সৌদি

বাইডেন প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা ইয়েমেনে সৌদি আরবের হস্তক্ষেপ সমর্থন করবে না। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বদল করেছেন বাইডেন।

মানবাধিকার সংগঠনগুলি হুতিকে সন্ত্রাসবাদী তালিকায় রাখার ক্ষেত্রে আগে আপত্তি জানিয়েছিল। ২০১৫ সালে সৌদি আরব সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে ইয়েমেনে হস্তক্ষেপ করে। হুতিরা ইয়েমেনের শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। সূত্র: ডয়চে ভেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত