ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি শেখ সুফিয়ানের

  ময়ুখ বসু, কলকাতা

প্রকাশ : ১৫ মে ২০২১, ১৫:০৩

শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি শেখ সুফিয়ানের
শুভেন্দু অধিকারী ও শেখ সুফিয়ান

পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এবার উত্তাপের হাওয়া বইতে শুরু করেছে। নন্দীগ্রামের তৃণমূল নেতা এবং ভোট সময়কালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

একটা সময়ে তৃণমূলের হয়ে এই শেখ সুফিয়ানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই নন্দীগ্রামে জমি আন্দোলনের লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে শুভেন্দু বিজেপিতে চলে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হলেও শেখ সুফিয়ান রয়ে গেছেন তৃণমূলেই।

মঙ্গলবার তৃণমূল নেতা সুফিয়ান বলেন, ‘নন্দীগ্রামের মানুষ আর চান না শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের মাটিতে পা দিলেই এবার টের পাবেন শুভেন্দু।’

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুভেন্দু অধিকারী ১৬০০ ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী মমতাতে হারান। তবে তৃণমূলের পক্ষ থেকে ওই কেন্দ্রে পুণঃভোট গণনার একাধিকবার দাবি তোলা হয়। কিন্তু অনুমতি দেননি নির্বাচন কমিশন। সেই থেকে শুভেন্দুকে মেনে নিতে পারেনি নন্দীগ্রামের তৃণমূলের নেতা কর্মীরা।

শেখ সুফিয়ান বলেন, ‘নন্দীগ্রামে চক্রান্ত করে জিতেছেন শুভেন্দু। যেটা মানুষ মেনে নেয়নি। তাই তারা শুভেন্দুকে উচিত জবাব দেয়ার জন্য মুখিয়ে আছেন। যেদিন নন্দীগ্রামের মানুষ সুযোগ পাবে, সেদিনই বুঝিয়ে দেবে চক্রান্ত করার ফল কতটা ভয়ানক হতে পারে। শুভেন্দু নন্দীগ্রামে প্রবেশ করলেই গণবিক্ষোভ হবে।’

তিনি আরো বলেন, ‘সবসময় নন্দীগ্রাম সংহতির ক্ষেত্র। সেই মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছেন শুভেন্দু। সংখ্যালঘু মানুষকে অপমান করেছেন তিনি। নন্দীগ্রাম এর পাল্টা জবাব ফিরিয়ে দেবে শুভেন্দুকে।

তবে শেখ সুফিয়ানের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচিত বিধায়ক। তিনি যেদিন ইচ্ছা এলাকায় আসবেন। কেউ তাকে আটকাতে পারবে না। তৃণমূল যদি অন্যায়ভাবে বাধার সৃষ্টি করে তাহলে বিজেপির কর্মী সমর্থকরা তা রুখে দেয়ার জন্য সবসময়ই প্রস্তুত।’

এসময় প্রলয় পাল অভিযোগ করে বলেন, ‘নন্দীগ্রামে হেরে গিয়ে তৃণমূল এখন স্থানীয় বিজেপি কর্মীদের উপরে হামলা করছে। শুভেন্দুর কাছে হেরে গিয়ে এখন চক্রান্তের বাহানা খাঁড়া করছে তৃণমূল।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত