ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিশুদেরও করোনা টিকার তৃতীয় ডোজ দিচ্ছে ইসরায়েল

  আন্তর্জানিক ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১২:৩৯  
আপডেট :
 ৩০ আগস্ট ২০২১, ১২:৫৩

শিশুদেরও করোনা টিকার তৃতীয় ডোজ দিচ্ছে ইসরায়েল
প্রতীকী ছবি

ইসরায়েল ১২ বছরের শিশুদেরও করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রোববার থেকে এ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়।

প্রায় সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসা ইসরায়েলে করোনার ডেল্টা ধরনের কারণে সম্প্রতি সংক্রমণ বাড়তে শুরু করে। এ প্রেক্ষাপটে ইসরায়েলে এক মাস আগে শুরু হয় জ্যেষ্ঠ নাগরিকদের করোনার তৃতীয় ডোজ বা বুস্টার দেয়ার কর্মসূচি।

এরই অংশ হিসেবে এবার সেখানে শিশুদেরও (নূন্যতম ১২ বছর) করোনা টিকা দেয়া শুরু হয়েছে। ইসরায়েলের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ফাইজার বায়োটেকের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর এর প্রতিরোধ ক্ষমতা ক্রমে কমতে শুরু করার প্রেক্ষাপটে তৃতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান শেরন আলরয়-প্রেইস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টিকার তৃতীয় ডোজের কারণে লোকজন ১০ গুণ বেশি সুরক্ষিত।’ কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেয়ার অন্তত পাঁচ মাস পর তৃতীয় ডোজের এ টিকা নিতে হবে।

করোনার ডেল্টা ধরন টিকার প্রতিরোধের সব সমীকরণ পাল্টে দিয়েছে। দুই ডোজ টিকা নিয়েও ঠেকানো কঠিন হয়ে পড়ছে ডেল্টাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, করোনার অন্য ধরনগুলোর চেয়ে ডেল্টায় আক্রান্ত হওয়াদের হাসপাতালে ভর্তির হার প্রায় দ্বিগুণ।

বিশে^র বিভিন্ন দেশে ইতোমধ্যে করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র আগামী ২০ সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ দেয়া শুরু করবে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত