ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আবারও ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ১২:১৭

আবারও ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট
ছবি- সংগৃহীত

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সার্ভারে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিঘ্ন ঘটলো। বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় তিন ঘণ্টার জন্য ডাউন ছিল এই সামাজিক যোগাযোগগুলো। এতে আবারও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।

শুক্রবার (৮ অক্টোবর) এসময় বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবহারকারীদের পক্ষ থেকে এ সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ঢুকতে না পারার অভিযোগ আসতে থাকে। খবর আল-জাজিরার।

এনিয়ে এক সপ্তাহে দুইবার ফেসবুকে বিভ্রাটের ঘটনা ঘটলো। এর আগে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে প্রায় সাত ঘণ্টা কার্যত অচল ছিল ফেসবুক। সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের অধীনে থাকা একাধিক অ্যাপও বন্ধ হয়ে যায়।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে শুক্রবার অন্তত ৩৬ হাজার ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ জমা পড়ে। আবার অনেকেই টুইটারে অভিযোগ জানান।

এরপরই ফেসবুকের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ফেসবুকসহ তাদের বেশকিছু অ্যাপ প্রযুক্তিগত সমস্যায় বন্ধ রয়েছে। বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহার। যত দ্রুত সম্ভব তারা সমস্যা সমাধানে কাজ করছে।

ফেসবুক স্বাভাবিক হওয়ার পর কর্তৃপক্ষ আরও একটি পোস্ট শেয়ার করে। সেখানে বলা হয়, আমরা দুঃখিত। একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের ওপর কতটা নির্ভর করেন, তা সম্পর্কে আমরা অবগত। আমরা সমস্যার সমাধান করেছি। আপনাদের ধৈর্যের জন্য আবারও ধন্যবাদ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত