ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতি ঘোষণা করলো সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ২১:১৩

বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতি ঘোষণা করলো সৌদি
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরব তাদের অর্থনীতিতে জ্বালানী তেলের ওপর নির্ভরতা কমাতে ও বিদেশি বিনিয়োগ টানতে নতুন বিনিয়োগ-নীতি ঘোষণা করেছে। সোমবার দেশটি বছরে এক লাখ কোটি ডলার (সরাসরি) বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ জাতীয় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে। খবর এনডিটিভির।

রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ পরিকল্পনা গ্রহণ করেছেন। তার লক্ষ্য, তিনি ২০৩০ সালের মধ্যে সৌদির অভ্যন্তরীণ বিনিয়োগ ১ দশমিক ৭ ট্রিলিয়নে উন্নিত করতে চান।

এসপিএ বলছে, এটা প্রিন্স সালমানের ভিশন ২০৩০-এর ‘একটি মূল ভিত্তি।’ নতুন বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে প্রিন্স সালমান বলেন, সৌদিকে শক্তিশালী করতে আজ নতুন বিনিয়োগ যুগের সূচনা হলো; সেইসঙ্গে আন্তর্জাতিক ব্যক্তি মালিকানার খাতগুলোর বিনিয়োগকারীদের জন্য আরও বেশি ও অধিকতর সুযোগ সৃষ্টি হলো।

এসপিএ জানিয়েছে, বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের পরিকল্পনাও রয়েছে সৌদি সরকারের। এ ছাড়া বিনিয়োগ সংশ্লিষ্ট আরও বেশ কিছু পদক্ষেপ নেবে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল সৌদিতে প্রিন্স সালমান ২০১৭ সালের পর থেকে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন সাধনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এরমধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান, সিনেমা হল খুলে দেয়ার মতো পদক্ষেপ রয়েছে।

সৌদি আরবের অর্থনীতি অনেকটা জ্বালানী তেল বিক্রির ওপর নির্ভরশীল। তারা বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ। এ পরিস্থিতিতে একটি খাতের ওপর অর্থনীতির নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ নিয়ে থাকতে পারে মধ্যপ্রাচ্যের বৃহৎ অর্থনীতির দেশটি।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত